দেশের বন্যার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটির উদ্যোগে ৪ ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই আয়োজনে সহযোগি হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্মসোসাইটি। আপনি এ অনুষ্ঠানে আমন্ত্রিত।

বন্যার্তদের আর্থিক সহায়তা পাঠাতে
বিকাশ-০১৭৮৭৮৬৭৬৭১,
নগদ-০১৯১৩৪৮৫৩৪৮
সিটি ব্যাংক:
এস এম কামরুল আহসান,
অ্যাকাউন্ট নম্বর-230367157500,
রোকেয়া সরণি শাখা,
রাউটিং নম্বর- 225260991

ইভেন্ট লিঙ্ক
https://www.facebook.com/events/2108192719581682?active_tab=about

ফেসবুক পেজ
https://www.facebook.com/profile.php?id=61564438515498

বিশেষ অনুরোধ

  1. শো চলাকালে সেলফোন বন্ধ অথবা সাইলেন্ট রাখতে হবে।
  2. যেহেতু বৃষ্টিকাল ছাতা আনতে ভুলবেন না।
  3. উন্মুক্ত মঞ্চে কাগজ, ঠোঙা, প্লাস্টিকের বোতল, গ্লাস ফেলে ময়লা করা যাবে না
  4. বাচ্চাদের না আনাই ভালো।

চলচ্চিত্রের তালিকা
প্রথম সেশন

  1. ইভান মনোয়ার- দ্য সাউন্ড ইজ লাউড, ৩ মিনিট প্রিমিয়ার শো
  2. ফুয়াদ নাসের- হাওয়ার টানে, ৬.২০ মিনিট
  3. গোলাম রাব্বানী- আনটাং, ১৩.৫০ মিনিট প্রিমিয়ার শো
  4. এ কে এম জাকারিয়া- ইতি সালমা, ৪.২৫ মিনিট
  5. মাশরুর পারভেজ- ইউর আইস, ৮ মিনিট
  6. কামরুল আহসান লেনিন- ঘরে ফেরা, ৩০ মিনিট

দ্বিতীয় সেশন

  1. চৈতালি সমাদ্দার- লাইক অ্যা মুভি, ৫ মিনিট
  2. আরিফুর রহমান- রোকাইয়া, ১১ মিনিট
  3. অপরাজিতা সংগীতা – ছাড়পত্র, ২১ মিনিট
  4. জাহিদুর রহমান- ওমর ফারুকের মা, ৩১ মিনিট

তৃতীয় সেশন

  1. লিটন কর- আই সি ইউ, ১১ মিনিট
  2. রাকায়েত রাব্বী – হাওয়াই মিঠাই, ১৪ মিনিট
  3. এন রাশেদ চৌধুরী- বিস্মরণের নদী, ৩৫ মিনিট

চতুর্থ সেশন

  1. আমিনুর রহমান মুকুল- কমলাপূরাণ, ৪৩ মিনিট
  2. মোল্লা সাগর- সাইরেন, ২০ মিনিট

নোট : বিশেষ যেকোনো জরুরি মুহূর্তে এই সিডিউল পরিবর্তন হতে পারে।